মুফতি অকিল উদ্দিন যশোরী
প্রশ্ন- হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অভিনন্দন জানানো বা তা সম্মান করা ফাসেকী নাকি কুফুরী?
উত্তর- হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, হোলি উৎসব ইত্যাদিতে অভিনন্দন জানানো তাদের বাতিল ও শিরকি আকীদার সমর্থনের অন্তর্ভুক্ত । এ কারণে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবে অভিনন্দন জানানো নাজায়েজ । আর এর দ্বারা তাদের ধর্মের সম্মান উদ্দেশ্য হলে কুফরী হবে । আর ধর্মের সম্মান উদ্দেশ্য না হলেও তা নাজায়েজ হবে । তেমনিভাবে অমুসলিমদের ধর্মীয় উৎসবকে অন্তরে সম্মান করাও গুণাহ ।
اجتمع المجوس یوم النیروز فقال مسلم: "خوب رسمے نہادہ اند"، أو قال: "نیک آئیں نہادہ اند" یخاف علیه الکفر
الفتاوى التاتارخانية ٧/ ٣٤٧ رقم ١٠٦٥٧ كتاب أحكام المرتدين، الفصل الحادي والعشرون: في الخروج إلى النشيدة والذهاب إلى ضيافة المجبوس والإهداء إليهم في يوم النيروز وقبول هداياهم في ذلك اليوم واتخاذ الجوازات لأهل النيروز والحاج والذبح لأجلهم زكريا بكڈپو، دیوبند طبع في سنة ١٤٣١ھ-٢٠١٠م
আলফাতাওয়াত তাতারখানিয়া ৭/৩৪৭ মাসআলা নং ১০৬৫৭
আরএইচ/