আগামী হজ মৌসুম শুরু হতে বাকি মাত্র চার সপ্তাহ। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের নয়টি আরব দেশে ভয়াবহ ধুলিঝড় আঘাত হেনেছে। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে পবিত্র নগরী মক্কা ও তার আশপাশের এলাকায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
বৃহস্পতিবার সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষ পবিত্র মক্কা ও দেশটির পশ্চিমাঞ্চল জুড়ে 'কমলা সতর্কতা' জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, "এই সতর্কতা ঝড়, প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির মারাত্মক আশঙ্কার ইঙ্গিত বহন করে।" হজ মৌসুমের প্রাক্কালে এমন বিরূপ আবহাওয়া পবিত্র নগরীর প্রস্তুতিকে কঠিন করে তুলেছে।
সৌদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মক্কা, তায়েফ, জেদ্দা ও মিনা এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। এতে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছে হজ ও ওমরা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, "আবহাওয়ার যেকোনো বৈরিতা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।" মক্কার পবিত্র মসজিদ 'মসজিদুল হারাম'-এ স্বয়ংক্রিয় ছাদ ও নিকাশী ব্যবস্থাকে সক্রিয় রাখা হয়েছে। এছাড়া, মসজিদের বাইরে স্বেচ্ছাসেবকদের মোতায়নও বাড়ানো হয়েছে।
এনএইচ/