বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭


চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটে মদিনায় গেলেন ৪১৯ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেছে এবারের প্রথম হজ ফ্লাইট।

শনিবার (৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি উড্ডয়ন করে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ শনিবার (৩ মে) দুপুর আড়াইটায়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর