বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের ৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন সৌদি নারী কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ৩৩তম আন্তর্জাতিক মহাসম্মেলন আজ অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান সিলেটে আট দলের মহাসমাবেশ ৬ ডিসেম্বর বাউলদের পক্ষে বিবৃতি, তোপের মুখে এনসিপির নতুন ব্যাখ্যা নতুন করে ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা চলছে: ইবনে শাইখুল হাদিস মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম (রহ.): তাসাউফ, সমাজসংস্কার ও ইসলামী নেতৃত্বের অনন্য পথপ্রদর্শক ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন সৌদি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী ৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফলাহি সংস্থা ‘তরতীল’-এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের সার্বিক সহায়তায় দুই দশকের দীর্ঘ প্রচেষ্টায় তিনি হিফজ সম্পন্ন করেন।

সৌদি সংবাদমাধ্যম আখবার–২৪ জানায়, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা এবং নানামুখী ব্যস্ততার মাঝেও দীর্ঘদিনের আগ্রহ, অধ্যবসায় ও ধৈর্যই তাকে লক্ষ্য অর্জনে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ এক অনুষ্ঠানও আয়োজন করে।

হামদাহ আল-গামেদীর শিক্ষিকা বলেন, “তিনি সত্যিকারের এক অনুকরণীয় উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সেও মহান আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।”

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তার মনোবল, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন। সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এই হাফেজার সম্মানে বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “কোরআন জীবনের নুর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন, তার জন্য পথ সহজ করে দেন আল্লাহ।”

সূত্র : আখবার ২৪

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ