গত সপ্তাহে সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীকে শনিবার (২২ নভেম্বর) মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়েছে। এর আগে মসজিদে নববীতে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজে ইমামতি করেন শাইখ আব্দুল বারি থুবাইটি। জানাজার সময় বহু মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। পরে নিহতদের দাফন করা হয় 'জান্নাতুল বাকি', মসজিদের পার্শ্ববর্তী ঐতিহাসিক কবরস্থানে।
দুর্ঘটনাটি ঘটে গত ১৭ নভেম্বর গভীর রাতে, যখন ওমরাহ যাত্রীরা মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। তাদের বাস একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়, যা থেকে কেবল একজনই বেঁচে যান। সৌদি ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।
তেলঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি.সি. সাজ্জান এই দৃশ্যকে 'হৃদয়বিদারক' হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন যে নিহতদের মধ্যে অনেকেই দুটি বড় পরিবারের সদস্য ছিলেন। এই মর্মান্তিক ঘটনা ভারতের, বিশেষ করে হায়দ্রাবাদের বড় ওমরাহ কমিউনিটির মধ্যে ব্যাপক শোক সৃষ্টি করেছে।
এলএইস/