পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র হামলা চালিয়ে শান্তি কমিটির সাত সদস্যকে হত্যা করা হয়েছে। একদিন আগে একই অঞ্চলে ২০ জনের বেশি 'সন্ত্রাসীকে' হত্যার পর এই হত্যাকাণ্ড ঘটলো।
আজ শুক্রবার (২১ নভেম্বর) পুলিশ সূত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান জানিয়েছে, আফগান সীমান্তের কাছের প্রদেশটিতে নতুন করে হামলা বৃদ্ধি পাচ্ছে।
শান্তি কমিটি মূলত স্থানীয় উপজাতীয় প্রবীণদের সমন্বয়ে গঠিত কমিটি। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রকাশ্যে উপজাতীয় প্রবীণদের লক্ষ্যবস্তু হয়ে আসছে।
২০০৭-২০১৪ সালের সংঘাতের বছরগুলোতে গ্রামগুলোকে রক্ষা করতে এই কমিটিগুলো প্রথম গঠিত হয়েছিল। সর্বশেষ আক্রমণটি ঘটে বান্নু জেলার হোভেদ এলাকায় ঘটে।
হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, যদিও সন্দেহ টিটিপি'র ওপর বর্তাতে পারে। ২০২১ সালের শেষের দিকে আফগান তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকে টিটিপি খাইবার পাখতুনখোয়ায় তৎপরতা বৃদ্ধি করেছে।
পাকিস্তান আফগান তালেবান সরকারের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়ার এবং তাদের মাটিতে হামলার অনুমতি দেওয়ার জন্য দোষারোপ করে।
কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানকে বহিরাগতদের দোষারোপ করার পরিবর্তে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।
এলএইস/