বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নেপালে আবার জেন-জিদের বিক্ষোভ, কারফিউ জারি বিদেশীদের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির বিষয়গুলো প্রকাশ করুন - খেলাফত মজলিস আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল একটি মাইলফলক -ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের রায়—সরকার ও জনগণের বিজয়: নেজামে ইসলাম অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা ঘোষণাপত্রে সই না থাকলে বাতিল হবে পোস্টাল ব্যালটের ভোট তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন আইনজীবী শিশির মনির আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহী আফগানিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহী আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সংকট সমাধান করতে আগ্রহী আফগানিস্তান। আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক উপ-প্রধান আবদুল সালাম হানাফি একথা জানিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করার ওপর জোর দিয়েছেন তিনি। খবর টোলো নিউজের।

হানাফি বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হোক এবং আমরা বিশ্বাস করি যে যুদ্ধ কারো উপকারে আসে না। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করা উচিত, যাতে উভয় দেশ শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করতে পারে।’

হানাফি আরো বলেন, যুদ্ধ তার দেশের লক্ষ্য নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসন হলে সার্বভৌমত্ব রক্ষা করা আফগানিস্তানের বৈধ অধিকার।

তিনি আরো বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করিনি বা কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করিনি, ভবিষ্যতেও করব না। তবে যদি কেউ এসে আগ্রাসন চালায়, তাহলে আত্মরক্ষা করা আমাদের বৈধ অধিকার। অন্যথায়, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না।’

হানাফি বলেন, দেশে ফিরে আসা আফগানদের সংখ্যা প্রায় ৪৫ লাখ, তাদের অনেকেরই মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। দেশে ফিলে আসা আফগানদের সহায়তা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সবশেষ আলোচনাও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা হচ্ছে। তবে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ