ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় বেসামরিক জনগণের ওপর হামলা ও ক্ষুধাকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—তার ভিত্তিতেই তিনি এ অবস্থান জানান।
নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর পরপরই মামদানি এ মন্তব্য করেন।
এবিসি৭–এর সরাসরি অনুষ্ঠানে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’, তাই ICC–এর পরোয়ানা সম্মান জানাতে হবে। তার বক্তব্য, “আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন—সবার জন্যই বহাল।”
নির্বাচন প্রচারের সময়ও একই অবস্থান জানিয়েছিলেন তিনি। গত অক্টোবরে ফক্স নিউজকে তিনি বলেছিলেন—আইনগত সুযোগ পেলে নিউইয়র্ক নেতানিয়াহুকে গ্রেপ্তার করার নীতি অনুসরণ করতে চায়।
তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ICC–এর সদস্য নয়; ফলে এই পরোয়ানা কার্যকর করার বাস্তবসম্মত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তাই মামদানির ঘোষণা আইনি বাস্তবায়নের চেয়ে রাজনৈতিক অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।
এলএইস/