বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কুয়েতে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিলেন রাষ্ট্রদূত আজ ২০ নভেম্বর থেকে জামে'আ মারকাযুল ইহসানে মাসিক ইসলাহী ইজতেমা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮ মামদানির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প সৌদি যুবরাজের পক্ষেই সাফাই গাইলেন ট্রাম্প সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাওলানা ফজলুর রহমান ৫ দফা বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় কর্মসূচি: আটদল  ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির

মামদানির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী শুক্রবার হোয়াইট হাউজে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন। বুধবার সন্ধ্যায় ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘নিউইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা এতে একমত হয়েছি যে এই বৈঠকটি ২১ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আরো বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে!’

দেশটির বৃহত্তম শহরের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন মামদানি। নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র মামদানি সাশ্রয়ী মূল্য এবং সামাজিক পরিষেবার ওপর জোর দিয়ে প্রগতিশীল প্রচারণা চালানোর মাধ্যমে ভোটারদের মাঝে দারুণ সাড়া ফেলতে সক্ষম হন।

তার প্রচারণার পুরোটা সময় ট্রাম্প বারবার ৩৪ বছর বয়সী এই গণতান্ত্রিক সমাজতন্ত্রীকে নানাধরনের আক্রমণ করেছেন, তাকে ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করেছেন। তিনি নিজ দলের প্রার্থীর পরিবর্তে কুমোকে সমর্থন দেন এবং সতর্ক করে দেন, মামদানি জিতলে তিনি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দিতে পারেন।

এই মাসের শুরুতে দেয়া পোস্টে মামদানি বলেছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে নিউইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

বুধবার ট্রাম্পের পোস্ট করা দ্বিতীয় পোস্টে পরিকল্পিত বৈঠককে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ বলে অভিহিত করা হয়েছে।

আগামী জানুয়ারিতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন জোহরান মামদানি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ