ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় কোরআনিক কেন্দ্র ও ইসলামি শিল্পকলার জন্য একটি বিশেষ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান রেস্তু। এখানে কোরআনের পান্ডুলিপি তৈরির কাজসহ ইসলামি ক্যালিগ্রাফি শেখানো হবে। কোরআন শেখা-শেখানো ও গবেষণা করা হবে।
মালয়েশিয়ান বারনামা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করবেন গাজায় অবস্থানরত কোরআন নকলকারক ও রেস্তু কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহমান।
প্রকল্পটি পরিচালিত হবে মালয়েশিয়ার তিনটি মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে, মাহার মুসলিম কেয়ার ফাউন্ডেশন ও আরও কয়েকটি মানবিক সংগঠন এখানে অংশ নিচ্ছে। সাধারণ মানুষের অনুদানেই ব্যয় নির্বাহ হবে বলে জানানো হয়েছে। কেন্দ্র নির্মাণ ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজন হবে প্রায় ১ কোটি মালয়েশিয়ান রিংগিত।
এতে গাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। ভবনটিতে স্টাডি রুম, লাইব্রেরি এবং ইসলামি শিল্পকলার বিভিন্ন বিভাগ থাকবে।
প্রকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাসমি জোহরি বলেন, এটি শুধু একটি ভবন নয়, বরং ফিলিস্তিনের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মালয়েশিয়ার অটুট সমর্থনের প্রতীক।
এলএইস/