সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইসরাইলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ লেবাননে ইসরাইলের চালানো হামলায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুই সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাথের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা তাস সোমবার (১৭ নভেম্বর) এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় তাদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এর আগেও হিজবুল্লাহর অন্তত দুজন উচ্চপদস্থ সদস্য ইসরাইলি হামলায় নিহত হন।

৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হন।

১০ নভেম্বর সাইদা শহরের কাছে হামলায় নিহত হন আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে ইসরাইল লেবাননে ৫,০০০–এর বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ