২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আজ।
ট্রাইব্যুনাল কী রায় দেবে সেদিকে নজর সবার। আর এই রায়ের দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, ‘আদালত কি রায় দেবেন জানি না। তবে মৃত্যুদণ্ড তার (শেখ হাসিনা) অপরাধের তুলনায় কম শাস্তি। তার অপরাধের কিছুটা শাস্তি নিশ্চিত করা যাবে, যদি তাকে বাকি জীবন জেলে আটকে রাখা যায়। অবশ্য মৃত্যুদণ্ড নিয়ে বাকি জীবন পলাতক থাকাও কম শাস্তি নয়।
সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এমনটা লেখেন এই সাংবাদিক।
গোলাম মোর্তোজা লিখেছেন, মানবতাবিরোধী অপরাধে গুম-খুনের মাস্টারমাইন্ডের বিচার হচ্ছে, ভুক্তভোগী-তাদের স্বজন সর্বোপরি দেশ-বিদেশের মানুষ দ্রুততম সময়ের মধ্যে সেই বিচার প্রত্যক্ষ করল, এটাও কম প্রাপ্তি নয়।
ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার লিখেছেন, স্যালুট রক্তাক্ত গণঅভ্যুত্থানে সামনে ও নেপথ্যে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন,অংশ নিয়েছেন তাদের সবাইকে।
গোলাম মোর্তোজা লিখেছেন, আজ যে কয়েকজন মোসাহেব ইনিয়ে-বিনিয়ে এই বিচার নিয়ে প্রশ্ন তুলে পলাতক গুম-খুনের মাস্টারমাইন্ডের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করবেন, তাদেরকে করুণা না ঘৃণা করবেন, সেই সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে হবে।
এনএইচ/