রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


লিবিয়ায় নৌকাডুবি, নিহতের সবাই বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসী যাত্রী নিয়ে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী। উদ্ধারকারীরা এ নৌকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হয়।

দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—৬৭ জন সুদানি, দুইজন মিশরীয়, এবং আটজন শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

উদ্ধারকাজ চালাতে জরুরি ও চিকিৎসাসেবা দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং জীবিতদের উদ্ধার ও মৃতদের সুরক্ষায় ব্যবস্থা নেয়া হয়েছে।

লিবিয়া দীর্ঘদিন ধরে ইউরোপে অবৈধ পথে প্রবেশের প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় রুটে অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এক হাজার ছাড়িয়েছে, যা মানব পাচার ও ঝুঁকিপূর্ণ নৌযাত্রা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ