শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে ট্রাম্পের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দু লাখ ১১ হাজার ৮৩২ ডলারের উপহার গ্রহণসহ তিন মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১২ নভেম্বর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সূত্র রয়টার্স।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়, যার মধ্যে একটি হলো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দু লাখ ১১ হাজার ৮৩২ ডলারের উপহার গ্রহণ। মামলাগুলো এখনও নিষ্পত্তি হয়নি।

ট্রাম্পের চিঠিতে বলা হয়েছে, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করি। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক ও অযৌক্তিক এক নিপীড়ন। তিনি আমার সঙ্গে দীর্ঘদিন লড়েছেন, এমনকি ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও।

এছাড়াও গত অক্টোবরে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ প্রদানকালে নেতানিয়াহুর প্রতি ক্ষমা প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

চিঠির বিষয়ে হেরজগের কার্যালয় থেকে জানানো হয়, ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।

ইসরায়েলে প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক হলেও, বিশেষ পরিস্থিতিতে তিনি দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রাখেন।

চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। বুধবার এক্সে তিনি লিখেছেন, আপনার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আপনি সর্বদা সরাসরি সত্য কথাই বলেন।

তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা জোরদার ও শান্তি বিস্তারে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমি মুখিয়ে আছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ