পাকিস্তান থেকে আসা ওষুধের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান। প্রতিবেশি দেশটি থেকে আমদানি করা ওষুধকে ‘নিম্নমানের’ বলছে তালেবান সরকার।
আফগানিস্তানের সরকারি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্ন ও পণ্য পরিবহনে বাধার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব ঠিকাদারের পাকিস্তানি সরবরাহকারীদের সঙ্গে চলমান চুক্তি রয়েছে, তাদের তিন মাসের মধ্যে সেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার কাবুলে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতীয় বাণিজ্য সুরক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।
বারাদর সতর্ক করে দিয়ে বলেন, এই নোটিশের পরও যদি কেউ পাকিস্তানের সাথে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে ইসলামিক আমিরাত এই ধরনের ব্যবসায়ীদের সাথে সহযোগিতা করবে না বা তাদের কথা শুনবে না।’
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান, ভারত, তুরস্ক ও বাংলাদেশ থেকে ওষুধ কেনে আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে দেশটি বছরে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ আমদানি করত।
এনএইচ/