অদ্ভুত এক সৌভাগ্যের ঘটনায় মিসরের এক পরিবারের তিন ভাইবোন একসঙ্গে জিতে নিয়েছেন ২০২৬ সালের হজের লটারি।
মিসরের রাজধানী কায়রোয় সম্প্রতি অনুষ্ঠিত হয় হজ লটারির ফলাফল ঘোষণা অনুষ্ঠান। প্রথমে ছোট বোনের নাম ঘোষণার পরপরই বড় ভাইয়ের নাম শোনা যায়—এ সময় আবেগে আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তৃতীয় বোনের নাম ঘোষণা করা হলে আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাঁদের পরিবারের সদস্যরা।
মিসরে প্রতিবছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজ পালনের সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্যে একই পরিবারের তিন ভাইবোনের নাম পরপর ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক বিরল সৌভাগ্য হিসেবে দেখছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেই মুহূর্তে পুরো অনুষ্ঠানস্থল আবেগে ভরে ওঠে। উপস্থিত সবাই তাকিয়ে ছিলেন এই পরিবারের আনন্দমুখর ও ঐতিহাসিক দৃশ্যটির দিকে।
২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে রওনা দেবেন।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন