মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ।। ২৬ কার্তিক ১৪৩২ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭


কাশ্মীরজুড়ে ভারতীয় অভিযান, একদিনে ৫০০-র বেশি মুসলিম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরজুড়ে ব্যাপক দমন অভিযান চালিয়েছে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের ভয়ভীতি প্রদর্শন ও আন্দোলন দমনের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় শ্রীনগর, ইসলামাবাদ, সোপোর, কুলগাম, হান্দওয়ারা ও আশপাশের এলাকায় নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত ৫০০-রও বেশি সাধারণ নাগরিককে আটক করা হয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের ৯ নভেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ভারতীয় বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা স্বাধীনতাকামী নেতা-কর্মীদের আত্মীয়স্বজন বা তাঁদের সমর্থক। তবে স্থানীয়দের অভিযোগ, দখলদার বাহিনী নিরীহ বেসামরিক মুসলিমদের ‘সন্ত্রাসী সহযোগী’ আখ্যা দিয়ে নির্বিচারে গ্রেফতার করছে।

অভিযানের সময় বহু বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস ও ব্যক্তিগত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ