শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

সিরিয়ার প্রেসিডেন্টকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী নিষেধাজ্ঞা তালিকা’ থেকে অপসারণ করেছে যুক্তরাষ্ট্র। আসন্ন সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে এ সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ আল-কায়েদার সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে থাকা আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

আহমেদ আল-শারা একসময় সিরিয়ার বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে ছিলেন। এইচটিএস মূলত নুসরা ফ্রন্ট নামেও পরিচিত ছিল, যা একসময় আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করত। ২০১৬ সালে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

২০১৪ সালের মে মাসে এইচটিএসকে জাতিসংঘ সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল, তবে যুক্তরাষ্ট্র গত জুলাই মাসে সংগঠনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

গত বছরের ডিসেম্বরে এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী জোট সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আসন্ন সপ্তাহে তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এটি হবে বহু বছর পর কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফর।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ