সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা ইকবাল ও নজরুলের দর্শন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট, দুদকের মামলা পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

সিরিয়ার প্রেসিডেন্টকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী নিষেধাজ্ঞা তালিকা’ থেকে অপসারণ করেছে যুক্তরাষ্ট্র। আসন্ন সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে এ সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ আল-কায়েদার সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে থাকা আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

আহমেদ আল-শারা একসময় সিরিয়ার বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে ছিলেন। এইচটিএস মূলত নুসরা ফ্রন্ট নামেও পরিচিত ছিল, যা একসময় আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করত। ২০১৬ সালে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

২০১৪ সালের মে মাসে এইচটিএসকে জাতিসংঘ সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল, তবে যুক্তরাষ্ট্র গত জুলাই মাসে সংগঠনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

গত বছরের ডিসেম্বরে এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী জোট সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আসন্ন সপ্তাহে তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এটি হবে বহু বছর পর কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফর।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ