ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আবারও দুই কিশোরের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে প্রেট্রোল বোমা বা মলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে দুই ১৬ বছর বয়সী কিশোরকে হত্যা করেছে। এই ঘটনায় ফিলিস্তিনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে গত কয়েক মাস ধরে সহিংসতা বেড়ে চলেছে।
রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত দুই কিশোরের নাম মোহাম্মদ আতিম এবং মোহাম্মদ কাসিম। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে এই দুই কিশোর মলোটভ ককটেল নিক্ষেপের সময় শনাক্ত করা হয়। সেনাবাহিনী তাদের ‘নিমূল করেছে’, যা সাধারণত সন্দেহভাজনদের হত্যার জন্য ব্যবহৃত শব্দ।
ইসরায়েলি সেনারা একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুই কিশোর একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর ছুঁড়ে ফেলছে। জুদেইরা পশ্চিম তীরে হলেও এটি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের অধিকৃত। এটি এমন একটি এলাকা যা কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনী নিহত কিশোরদের মরদেহ উদ্ধার করেছে।
এছাড়া বুধবার ইসরায়েলি সেনারা আরও একজন কিশোরকে হত্যা করেছে, যার বিরুদ্ধে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবারের এক বিবৃতিতে জানিয়েছে, এই সপ্তাহে তারা পশ্চিম তীরে তিনজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ৬০ জন চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১,১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরায়েলি নিহত হয়েছে। তথ্যসূত্র : এএফপি
এনএইচ/