বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় এক মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি বড় চালান আটক করে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বেলজিয়ান বার্তাসংস্থা বেলগা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি। এই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে।

বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুসারে, গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাবাহী একটি কার্গো বিমান বেলজিয়ামের ওয়ালোনিয়ার লেইজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এসব যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাগুলো সুইস কোম্পানি সুইসটো ১২-এর তৈরি। লেইজে যাত্রাবিরতি শেষে বিমানটির ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এর ২ দিন আগে ৭ অক্টোবর এই অস্ত্রের চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সুইস সংবাদমাধ্যম হেইদি নিউজ। সেই প্রতিবেদনটি নজরে এসেছিল ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের।

জুরিখ থেকে কার্গো বিমানটি লেইজে পৌঁছানোর পরপরই কার্গো বিমানটি আটকে দেয় বিমানবন্দর প্রশাসন।

ওয়ালোনিয়া প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বেলগা নিউজ এজেন্সিকে বলেছেন, “আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে যে মালপত্র রয়েছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এগুলো সামরিক সরঞ্জাম, তাই প্রচলিত আইন অনুসারে (লেইজ বিমানবন্দর থেকে) বিমানটির ছাড়পত্রের জন্য আমরা বিমানটির চালক ও ক্রুদের আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স এবং ওয়ালোনিয়ার ট্রানজিট লাইসেন্স প্রদর্শন করতে বলেছিলাম। তারা সেসব নথি প্রদর্শনে ব্যর্থ হয়েছে, তাই কার্গো বিমানটি এখনও লেইজ বিমানবন্দরেই আছে।”

ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়েন ডলিমন্ট এ ব্যাপারে বলেছেন, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসরায়েলে অস্ত্রের চালান যাওয়ার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক অবস্থঅনে আছি।”

প্রসঙ্গত, গত অক্টোবরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এসব দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম।

সূত্র : আনাদোলু এজেন্সি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ