কাবুল (পাঁজওয়াক): সৌদি আরবের রাজকীয় আদালত দেশটির গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখের মৃত্যুর ঘোষণা দিয়েছে।
জানা গেছে, শেখ আব্দুল আজিজ মঙ্গলবার মৃত্যু বরণ করেন। তিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
খবরে বলা হয়েছে, আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করা আব্দুল আজিজ সৌদি আরবের প্রভাবশালী আল-শেখ পরিবারের সদস্য ছিলেন।
এনএইচ/