শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

৮০ বছর পর আবার আজান—বসনিয়ার কুতাইসি মসজিদে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮০ বছরের প্রতীক্ষা শেষে আবারও সেজদায় ভরে উঠল বসনিয়ার কুতাইসি গ্রামের ঐতিহাসিক মসজিদ। ১৯৪২ সালে বন্ধ হয়ে যাওয়া মসজিদটিতে সম্প্রতি পূর্ণাঙ্গ সংস্কারের পর আবার শুরু হলো জামাতে নামাজ আদায়। এক অনন্য আবেগ ও ধর্মীয় উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে উঠেছিল পুরো অঞ্চল।

ট্রেবিঞ্জে ইসলামিক কমিউনিটি কাউন্সিলের নিবিড় প্রচেষ্টায়, পাঁচ বছর ধরে চলা সংস্কার কাজ শেষে মসজিদটি নবজীবন লাভ করে। এটি কাউন্সিলের তত্ত্বাবধানে সংস্কারপ্রাপ্ত ১১তম মসজিদ। উদ্বোধনের দিন কুতাইসির ধ্বংসপ্রায় প্রাচীর যেন আবার ইসলামের সৌন্দর্যে জেগে উঠল—সারায়েভো, মোস্তার, ডুব্রোভনিক, ক্যাপলজিনা, জাবলানিচিয়া ও ভিসোকোসহ নানা শহর থেকে আগত মুসল্লিদের Takbir ধ্বনিতে।

মসজিদের ইমাম শেখ হাফিজ সাদিক ফাজলাগিক বলেন, “জুলাইয়ের তীব্র গরমও আপনাদের ঈমানী তৃষ্ণা থামাতে পারেনি। আপনারা বুঝতে পেরেছেন—এই মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ।”

তিনি মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসলামী ঐতিহ্য হস্তান্তরের আহ্বান জানান।

উদ্বোধনী আয়োজনে অংশ নেন ইসলামিক কমিউনিটির ওয়াক্ফ অধিদপ্তরের প্রধান ড. সেনেদ জাজিমোভিচ, মোস্তারের মুফতি ড. সেলিম দেডোভিচ, মুসলিম স্কলারদের সমিতির সদস্যরা এবং প্রেসিডেন্সির ধর্মবিষয়ক প্রতিনিধিরা।

এই মসজিদের পুনর্জাগরণ শুধু একটি স্থাপনার পুনরুদ্ধার নয়—বরং বসনিয়ার ইতিহাস, আত্মপরিচয় ও ঈমানী চেতনাকে পুনর্জাগরণের এক মাইলফলক। সেদিন শুধু মসজিদের মিনারে আজান ওঠেনি—সেই সঙ্গে জেগে উঠেছে বিশ্বাস, ঐতিহ্য আর বিজয়ের আশাবাদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ