৮০ বছর পর আবার আজান—বসনিয়ার কুতাইসি মসজিদে
প্রকাশ:
১৭ জুলাই, ২০২৫, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
দীর্ঘ ৮০ বছরের প্রতীক্ষা শেষে আবারও সেজদায় ভরে উঠল বসনিয়ার কুতাইসি গ্রামের ঐতিহাসিক মসজিদ। ১৯৪২ সালে বন্ধ হয়ে যাওয়া মসজিদটিতে সম্প্রতি পূর্ণাঙ্গ সংস্কারের পর আবার শুরু হলো জামাতে নামাজ আদায়। এক অনন্য আবেগ ও ধর্মীয় উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে উঠেছিল পুরো অঞ্চল। ট্রেবিঞ্জে ইসলামিক কমিউনিটি কাউন্সিলের নিবিড় প্রচেষ্টায়, পাঁচ বছর ধরে চলা সংস্কার কাজ শেষে মসজিদটি নবজীবন লাভ করে। এটি কাউন্সিলের তত্ত্বাবধানে সংস্কারপ্রাপ্ত ১১তম মসজিদ। উদ্বোধনের দিন কুতাইসির ধ্বংসপ্রায় প্রাচীর যেন আবার ইসলামের সৌন্দর্যে জেগে উঠল—সারায়েভো, মোস্তার, ডুব্রোভনিক, ক্যাপলজিনা, জাবলানিচিয়া ও ভিসোকোসহ নানা শহর থেকে আগত মুসল্লিদের Takbir ধ্বনিতে। মসজিদের ইমাম শেখ হাফিজ সাদিক ফাজলাগিক বলেন, “জুলাইয়ের তীব্র গরমও আপনাদের ঈমানী তৃষ্ণা থামাতে পারেনি। আপনারা বুঝতে পেরেছেন—এই মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ।” তিনি মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসলামী ঐতিহ্য হস্তান্তরের আহ্বান জানান। উদ্বোধনী আয়োজনে অংশ নেন ইসলামিক কমিউনিটির ওয়াক্ফ অধিদপ্তরের প্রধান ড. সেনেদ জাজিমোভিচ, মোস্তারের মুফতি ড. সেলিম দেডোভিচ, মুসলিম স্কলারদের সমিতির সদস্যরা এবং প্রেসিডেন্সির ধর্মবিষয়ক প্রতিনিধিরা। এই মসজিদের পুনর্জাগরণ শুধু একটি স্থাপনার পুনরুদ্ধার নয়—বরং বসনিয়ার ইতিহাস, আত্মপরিচয় ও ঈমানী চেতনাকে পুনর্জাগরণের এক মাইলফলক। সেদিন শুধু মসজিদের মিনারে আজান ওঠেনি—সেই সঙ্গে জেগে উঠেছে বিশ্বাস, ঐতিহ্য আর বিজয়ের আশাবাদ। এসএকে/ |