ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশ সরকারের কাছে চিঠি দিয়েছেন ৬০ জন লেবার পার্টির এমপি। ইসরায়েলের গাজা আগ্রাসনকে ‘জাতিগত নির্মূল’ আখ্যা দিয়ে তারা ব্রিটেনকে দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’-এর উদ্যোগে প্রণীত চিঠিতে মধ্যপন্থী ও বামপন্থী উভয় ঘরানার মোট ৫৯ জন এমপি সই করেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) এই চিঠি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়।
চিঠিতে এমপিরা দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলের তথাকথিত ‘মানবিক শহর’ নির্মাণ পরিকল্পনার বিরোধিতা করেন এবং একে বেসামরিক ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের মাধ্যমে ‘জাতিগত নির্মূলের’ সামিল বলে উল্লেখ করেন।
চিঠিতে বলা হয়, “অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে গাজার সকল ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে ধ্বংসপ্রাপ্ত রাফাহ শহরের একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।”
এমপিরা আরও বলেন, ব্রিটেনকে শুধু ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় জাতিসংঘ সংস্থা UNRWA-কে অর্থায়ন পুনর্বহাল করলেই চলবে না, বরং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর অবরোধ আরোপের মাধ্যমেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তারা চিঠিতে স্পষ্ট করেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে যুক্তরাজ্য আসলে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে নিজেদের অবস্থানকেই দুর্বল করছে।”
উল্লেখ্য, ক্ষমতায় আসার পরও নতুন লেবার সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান পরিবর্তন করেনি।
এনএইচ/