রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭


কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছে আফগানিস্তান ও কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাবুল (বিএনএ): দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, মৌলভি আমির খান মুত্তাকি, কাবুলে কাতারের চার্জ ডি অ্যাফেয়ার্স ডঃ মুরদিফ আল-কাশোতির সাথে বাগদান করেছেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমস্যা সমাধানের উপর আলোকপাত করা হয়।

মন্ত্রী মুত্তাকি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে কাতারের সহায়ক অংশগ্রহণের প্রশংসা করেন, কূটনৈতিক অংশীদার হিসেবে এর গুরুত্ব তুলে ধরেন।

ডঃ আল-কাশোতি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ইতিবাচক সম্পৃক্ততার মাধ্যমে আফগানিস্তানের বৈদেশিক সম্পর্ক জোরদার করার জন্য কাতারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উভয় দেশের পারস্পরিক স্বার্থকে আরও জোরদার করে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে সহায়তা করার জন্য তার দেশের প্রস্তুতি ব্যক্ত করেন। সূত্র: বখতার  নিউজ

এনএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ