বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি; যা বলছেন সাধারণ আফগানিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি নিয়ে আফগানদের মাঝে পজিটিভ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়ার স্বীকৃতি নিয়ে সাধারণ আফগানিরা আশাবাদী। ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রথম কোনো দেশ হিসেবে বৃহস্পতিবার তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, শুক্রবার গুল মোহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। যদি বিশ্ববাসী আফগানিস্তানকে স্বীকৃতি দেয় তাহলে আমরা খুশি হবো। তিনি আরও বলেছেন, এখন ছোট ছোট বিষয়ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদিও ১৯৭৯ সালে আফগাস্তিানে সোভিয়েত আগ্রাসনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানে শরণার্থী হলেও তিনি স্বীকার করেছেন এখন অগ্রাধিকার ভিন্ন।

এদিকে ৬৭ বছর বয়সী জামালউদ্দিন সায়ার বলেছেন, বাণিজ্য ও অর্থনীতিতে অগ্রগতি আসবে। অবসরপ্রাপ্ত ওই পাইলট বলেছেন, অন্যদেশগুলোর উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে অপপ্রচার না ছড়ানো। রাশিয়া ও আফগান কর্মকর্তারা এই পদক্ষেপকে সহযোগিতার সূচনা হিসেবে প্রশংসা করেছেন। বিশেষ করে অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে। আফগান কর্তৃপক্ষ বার বার আশ্বস্ত করেছে যে, কোনো গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা চালাতে দেয়া হবে না। আতেফ নামে আরেকজন বলেন, আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক সাধারণ আফগানদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ