বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

গত ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় ৮২ ফিলিস্তিনি শহীদ, আহত ১২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী অবৈধ ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি শহীদ ও ১২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফলে এই সংঘাতে মোট শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৬০ জনে। আহত হয়েছে আরো ৭২ হাজার ৫২৪ জন ফিলিস্তিনি।

শনিবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “গত ২৪ ঘন্টায় গাজ্জায় ১০ টি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি শহীদ ও ১২২ জন আহত হয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এখনো পর্যন্ত প্রচুর মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে সক্ষম হচ্ছেনা।”

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় ইসরাইলি বাহিনীর হাতে শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি বর্বরতার ফলে গাজ্জার ৮৫ শতাংশ জনগণ অভ্যন্তরীনভাবে ভাবে বাস্তচ্যুত হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এছাড়াও অবরুদ্ধ ছিটমহলে মানবিক সহায়তা পণ্য প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দখলদার ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ