বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

ভারতের উত্তরপ্রদেশে ১৩ হাজার মাদরাসা বন্ধের সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী ||

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার দ্বারা গঠিত একটি বিশেষ তদন্ত দল স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT) নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে চলমান ১৩ হাজার মাদরাসাকে অবৈধ ঘোষণা করেছে।

এসআইটি তদন্ত শেষ করে তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে।

প্রতিবেদনে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ, শারাবস্তি, বাহরাইচসহ ৭টি জেলায় চলমান বহু মাদরাসাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং মাদরাসাগুলো বন্ধের সুপারিশ করা হয়েছে।

এসআইটি রিপোর্টে বলা হয়েছে যে এই মাদরাসাগুলোকে জিজ্ঞাসা করা হলে তাদের আয় এবং ব্যয়ের বিবরণ তারা দিতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়, এই মাদরাসাগুলো গত দুই দশকে উপসাগরীয় আরব দেশ থেকে পাওয়া অর্থ দিয়ে তৈরি করা হয়েছে। অধিকাংশ মাদরাসা অনুদানের টাকায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করলেও কারা অনুদান দিয়েছেন তাদের নাম বা কোনো তালিকা প্রকাশ করতে পারেনি এই মাদরাসাগুলো। রাজ্যের একাধিক এলাকায় অবস্থিত ২৩ হাজার মাদরাসার মধ্যে মাত্র ৫ হাজারের স্বীকৃতি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারী দল এসআইটি ।

সম্প্রতি যোগী আদিত্যনাথ সরকারের রাজ্যে চলমান মাদরাসাগুলোর উপর একটি সমীক্ষা চালায় । সমীক্ষায় দেখা গিয়েছে যে, রাজ্যে ১৬৫১৩ টি স্বীকৃত মাদরাসা ও সাড়ে আট হাজার অস্বীকৃত মাদরাসা রয়েছে।

এরপর এই মাদরাসাগুলো বিদেশি অর্থায়ন পাচ্ছে বলে অভিযোগ ওঠে৷ এই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে যোগী আদিত্যনাথ সরকার ।

উত্তর প্রদেশে মাদরাসা শিক্ষকদের ভাতা বন্ধ-

২০১৬ সালে সমাজবাদী পার্টি সরকার প্রতি মাসে ২ হাজার থেকে ৩ হাজার টাকা করে মাদ্রাসা শিক্ষকদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেই ভাতার অর্থ বৃদ্ধি করা হয়। কিন্তু সম্প্রতি সমাজবাদী পার্টি জমানার সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২৫ হাজারের বেশি মাদ্রাসা শিক্ষকের সাম্মানিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্ত এলাকায় বেআইনি।

সূত্র: মুম্বাই নিউজ উর্দূ, এই সময়, ইটিভি ভারত, ডেইলি মুনসেফ, বাংলা হান্ট, নোমান মিডিয়া, দাওয়াত নিউজ, আওয়াজ দ্যা ভয়েজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ