মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

গ্যাং নির্মূলে হাইতিতে বাহিনী পাঠাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাইতিতে সশস্ত্র গ্যাংদের হামলায় দেশটির নিরাপত্তা ভেঙে পড়েছে। কয়েকদিন আগে গ্যাংদের হামলায় কারাগার থেকে পালিয়ে যায় কয়েক হাজার বন্দী। এরপরই হাইতি সরকার জরুরি অবস্থা জারি করে। খবর রয়টার্সের

এমন পরিস্থিতিতে হাইতি পুলিশকে এসব গ্যাংকে নির্মূল করতে জাতিসংঘের সহায়তার বিষয়টি সামনে এসেছে। জাতিসংঘের মুখপাত্র বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জানান, হাইতিতে নিরাপত্তা বাহিনী পাঠাতে বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেনিন এবং চাদ আবেদন জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানিয়েছেন, এই বহুজাতিক বাহিনীকে সহায়তার জন্য গঠিত ট্রাস্টে ১০ দশমিক ৮ মিলিয়ন ডলার অনুদান দেয়া হয়েছে। এই ট্রাস্টে আরও ৭৮ মিলিয়ন ডলার দেয়া হবে।

প্রায় দেড় বছর আগে গ্যাংদের নির্মূলে জাতিসংঘের কাছে সহযোগিতা চায় হাইতির সরকার। এরপর গত অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হাইতিতে একটি বিদেশি মিশন পরিচালনার সম্মতি দেয়। তবে এটি জাতিসংঘের কোনো মিশন নয়।

হাইতি অনেক আগে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেও এই মিশনে নেতৃত্ব দেয়ার মতো কোনো দেশকে খুঁজে না পাওয়ায় সেখানে নিরাপত্তা বাহিনী পাঠানো যাচ্ছিল না। তবে গত বছর কেনিয়া এগিয়ে এসেছিল। তারা সেখানে ১ হাজার পুলিশ সদস্যকে পাঠানোর কথা জানিয়েছিল। তবে পরবর্তীতে দেশটির আদালত এই উদ্যোগকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে। 

মুখ খুললেন দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর
জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, বেনিন নিরাপত্তা বাহিনীর দেড় হাজার সদস্যকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশসহ বাকি চার দেশ কতজন পুলিশ বা সেনা পাঠাবে সে বিষয়টি জানাননি তিনি।

জাতিসংঘ বলছে, হাইতির ৫৫ লাখ মানুষের মধ্যে অর্ধেক মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এজন্য তারা এ বছর ৬৭৪ মিলিয়ন ডলারের আবেদন করেছে।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ