মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


পুতিনকে ‘উ’ন্মাদ’ বললেন বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জহিরুল ইসলাম : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল বুধবার (২১ শেষ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে খ্যাপাটে এবং পাগল বলেন বাইডেন।

এর কারণ হিসেবে বাইডেন বলেন, পুতিন সবসময়ই পারমাণবিক সংঘাত চায় এবং সে মানবতার জন্য বড় হুমকি।

জলবায়ু পরিবর্তনের জন্য পুতিনকে দায়ী করে বাইডেন বলেন, পুতিন এবং পুতিনের মতো আরও কিছু নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে। এসময় তহবিলদাতাদের ছোট একটি দল তার সম্মুখে উপস্থিত ছিল।

উল্লেখ্য যে, এর আগেও বাইডেন এ ধরনের গালি দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে ফক্স নিউজের হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে তিনি ‘সান অব আ বিচ’ বলেছিলেন। মাইক্রোফোনে সেটি শোনা গিয়েছিল। সূত্র: আল জাজিরা

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ