সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ নতুন বাংলাদেশ নির্মাণে আলেমদের অগ্রণী ভূমিকায় থাকতে হবে: পীর সাহেব চরমোনাই দিনাজপুর–২ আসনে রিকশা প্রতীকের পক্ষে প্রচার মিছিল

মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর এরিক গিলানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, জামায়াতের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রিনা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন এবং সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান।

বৈঠকে চট্টগ্রামসহ দেশের সামগ্রিক নাগরিক উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান, মানবাধিকার এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এসময় মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামের মৌলিক শিক্ষা। তিনি আমিরে জামায়াতের বক্তব্য পুনরুল্লেখ করে বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক।

নাগরিক অধিকার, ন্যায়বিচার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মহানগর আমির বলেন, দুর্নীতি জাতির উন্নয়নের অন্যতম প্রধান বাধা। সুশাসন, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়তে জামায়াতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ নিরসনে জামায়াতের বিভিন্ন উদ্যোগ এবং সেবামূলক কার্যক্রম সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষ স্বচ্ছতা, সহযোগিতা ও টেকসই উন্নয়নের বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেন।

বৈঠকের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল নারীর শিক্ষা ও ক্ষমতায়ন। জামায়াতের নারী নেত্রীরা আলোচনায় অংশ নিয়ে নারী শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মার্কিন প্রতিনিধি নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্বের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিষয়টি স্বাগত জানান।

সভা শেষে উভয়পক্ষ মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি, সামাজিক সহাবস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ