দেশ-বিদেশে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান তাকওয়া ফাউন্ডেশন এবার সরকারিভাবে নিবন্ধনপ্রাপ্ত হয়েছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন নামে।
মঙ্গলবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় এ সুখবর জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব।
ভিডিও বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর তাকওয়া ফাউন্ডেশন সরকারিভাবে নিবন্ধিত হলো। এখন থেকে আমরা ‘তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন’ নামে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি সংস্থা হিসেবে কাজ করতে পারবো।”
তিনি জানান, গত কয়েক বছর ধরে তারা দেশের বিভিন্ন অঞ্চলে গরিব-দুঃখী, এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনসহ নানা সামাজিক খাতে কাজ করে আসছেন। বিশেষ করে করোনাকালীন দুর্যোগে ফাউন্ডেশনটি দেশ-বিদেশে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল।
নিবন্ধনের মাধ্যমে সরকারিভাবে অনুমোদন পাওয়ায় ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ও টেকসইভাবে মানবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলো বলে মনে করেন তিনি।
চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি আমৃত্যু মানবসেবার পথে অবিচল থাকতে পারেন এবং তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন একটি আস্থার প্রতীক হয়ে দেশ-বিদেশে কাজ করে যেতে পারে।
এসএকে/