মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ভোলায় শহীদদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভোলা প্রতিনিধি: 

ভোলার বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী” উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ভাইদের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪জুলাই) সকালে উপজেলা অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় মুরব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি।”

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতিম, দুঃস্থ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়। এতে প্রায় ৫০ জন শিশু উপকৃত হয়।

পরিশেষে দেশ, জাতি, ইসলাম ও শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ