শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি কার, প্রমাণ দেখাল শিবির প্যানেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর কোম্পানি জামায়াতে ইসলামীর নয় বলে দাবি করেছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।

তিনি প্রমাণ দেখিয়ে বলেছেন, এসব ব্যালট ও ওএমআর মেশিন কেনা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিএনপি সমর্থিত মালিকের একটি প্রতিষ্ঠান থেকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এই প্রমাণ দেখান তিনি।

এ সময় মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের যে ব্যালট, তা কেনা হয়েছে জামায়াত সমর্থিত মালিকের প্রতিষ্ঠান থেকে। তবে এইচআর সফট বিডি যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলে রকমানুর জামান রনি; যার ফেসবুক পোস্টে খালেদা জিয়া ছবি রয়েছে।

এর আগে জাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন কিনেছে প্রশাসন। ওই প্রতিষ্ঠানের ব্যালট পেপারেই এখন ভোট হচ্ছে। তিনি এতে কারচুপির আশঙ্কা করছেন।

তার এ অভিযোগের পর নির্বাচনের ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে।

নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এ বিষয়ে আবেদন করা হলেও, ছাত্রশিবির সমর্থিত প্যানেল অভিযোগ করে বলে, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার বলেন, ‘আমরা প্রথম দিকে ব্যালট পেপার ওএমআর মেশিনে গণনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু মেশিনে ভোট গণনার বিষয়ে একটি ছাত্র সংগঠন (ছাত্রদল) অভিযোগ দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কমিশনের পক্ষ থেকে ভোট ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নিয়েছি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ