শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে চাই: মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে চান। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সদস্য সরোয়ার হোসেন জুয়েল।

মাসুদ সাঈদী বলেন, “মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি দূর করে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি জানান, পৌরসভার উন্নয়নে ৩৫০ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং সুপেয় পানির সংকট নিরসনে ছয়টি পাওয়ার প্লান্টের জন্য ১৮ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন।

এছাড়া তিনি ইন্দুরকানিতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য তিন একর জমি বরাদ্দ, স্থানীয় হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে সাড়ে সাত কোটি টাকা, ডাকবাংলো নির্মাণে ১ কোটি ৪৩ লাখ টাকা এবং নাজিরপুর স্বাস্থ্যকেন্দ্র ও থানার সংস্কারের জন্য বরাদ্দ আনার তথ্য তুলে ধরেন।

সভায় জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ