জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার সংবর্ধনা ও আলোচনা সভা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী-২ সংসদীয় আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মুফতী তাহের সাঈদ কে জেলা জমিয়তের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতী তাহের সাঈদ, ফেনী-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম, ফেনী-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মাইনুদ্দিন ফরায়েজী।
আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস, মাওলানা লোকমান পীর সাহেব দুধমুখা দাগনভূঞা, মাওলানা ওমর ফারুক তাকিয়া বাজার মাদ্রাসা কুটির হাট, মাওলানা জুবায়ের, নায়েবে মুহতামিম কুটির হাট দারুল উলুম মাদ্রাসা, মাওলানা আব্দুল আজিজ ইমাম সড়ক ভবন জামে মসজিদ মহিপাল, মাওলানা মুফতি ইসমাইল ছাঈদ, শিক্ষক জামিয়া সুলতানিয়া লালপোল, মাওলানা ইব্রাহিম ছাঈদ কাতার প্রবাসী প্রমুখ।
উক্ত বৈঠকে এক ঝাঁক যুবক এবং আলেম জমিয়তের ফরম পূরণ করে যোগদান করেন।
আরএইচ/