আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ২টা থেকে দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওলামা-সুধী সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা সরকারি এম এ মজীদ ডিগ্রী কলেজ ময়দানে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
মহাসম্মেলনের প্রস্তুতি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি।
সভায় উপস্থিত ছিলেন মোঃ মুহিব্বুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম, মাস্টার জাফর সাদেক, মোহাম্মদ রফিকুল ইসলাম এস্কান্দার হোসাইন, মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, মোহাম্মদ নুরুল হুদা সাজু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হায়দার আলী সহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় মহাসম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে বৃহৎ মোটরসাইকেল শোডাউনসহ অন্যান্য কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়।
এমএইচ/