মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

রায়ের পরই দেশে ফিরবেন তারেক রহমান: আলাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেই—এমন তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ আগস্ট) বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “তারেক রহমানের একটি স্পর্শকাতর মামলা আপিল বিভাগে শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। রায় ঘোষণার পর যদি তিনি খালাস পান, তখনই দেশে ফিরবেন বলে ধারণা দিয়েছেন।”

নির্বাচন প্রসঙ্গে আলাল বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই ভোট হবে। আমরা চাই নির্বাচন সময়মতোই হোক। কারণ দায়বদ্ধ সরকার না থাকায় বিনিয়োগ বন্ধ, অর্থনীতিও স্থবির হয়ে আছে। ব্যাংক খাত পুনর্গঠনের জন্যও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার দরকার।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, “জনগণের অধিকার আছে কাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন তা জানার। কিন্তু এই ব্যবস্থায় সেই সুযোগ নেই। মজার বিষয় হলো, যারা পিআর চান তারাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। অথচ পিআর হলে আলাদা প্রার্থী ঘোষণার প্রয়োজনই নেই। তাই রাজনৈতিক দলগুলোর এই দাবিই সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি ও অন্যান্য বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত আছে। সময়ের সঙ্গে সব কিছুর সমাধান হবে। গণতন্ত্র মানে তো সবাই নিজের মতো মতামত দিতে পারা। যেটা পতিত সরকারের আমলে সম্ভব হয়নি।”

সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ