বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে জমিয়তের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২০ সেপ্টেম্বর ডাকা উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। 


সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এতে সভাপতিত্ব করেন। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় সম্মেলন বাস্তবায়ন কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী প্রমুখ।

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ