বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

আন্দোলনে ছাত্ররা জামায়াতের অভিনয় করেছে : ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সিরাজউদ্দৌলা সিনেমায় যেমন আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করছে, তেমনি ছাত্ররা জামায়াতের অভিনয় করছে, জামায়াত তো হইলো এখানে মূলত ভ্যানগার্ড। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্বে আছেন, আমি জানি না উনি তাদেরকে (ছাত্রনেতা) কী বলেন; আমি দায়িত্বে থাকলে এই বাচ্চা ছেলেদের সঙ্গে বসতাম না। আমি এটা পরিষ্কার বলতেছি, আমাকে ধরে নিয়ে মেরে ফেলুক। তারা এদেশের কেউ না; দে আর নো বডি।

তিনি আরো বলেন, যারা সংবিধানটা বদল করতেছে, এদের অনেক লোকের প্রতি আমার ব্যক্তিগত রেসপেক্ট আছে। দল হিসেবে তারা তো কেউ না। নির্বাচনে এলে কেউ তো জামানত বাঁচাতে পারবে না প্রতীক না পেলে। কিন্তু আমি যে ফজলুর রহমান কথা বলতেছি, আমি শুধু আমার বাম হাতকে দাঁড় করলেও আমাকে হারানো কঠিন হবে।

এটা আব্দুল হামিদ এবং শেখ হাসিনা চেষ্টা করে দেখছে ফজলুরে ফেল করাইতে কত কষ্ট হয়। আমি নির্বাচনের লোভে-লাভে কোনো কথা বলতে চাই না। 

বিএনপির এই নেতা বলেন, সংস্কার কমিশনের আলী রীয়াজ একজন বিদেশি নাগরিক। হতে পারে সে বাঙালি, কিন্তু উনি ৪০ বছর ধরে মার্কিন নাগরিক। তিনি মার্কিন নাগরিকত্ব ছাড়ুক তাহলে আমি তার কথা মানবো।  

গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, এদের দিয়ে নেতৃত্ব দেওয়ানো হয়েছে। সিরাজউদ্দৌলা সিনেমায় অভিনয় করেছে আনোয়ার হোসেন। মানুষ মনে করছে এই লোকটাই সিরাজউদ্দৌলা। কিন্তু আনোয়ার হোসেন কি সিরাজউদ্দৌলা? এই ছেলেপেলেরা জামায়াতের অভিনয় করছে, জামায়াত তো হইলো এখানে মূলত ভ্যানগার্ড।

এইটা আমি বলি না, তারাই বলতেছে। শিবির বলতেছে তারা ছিল ভ্যানগার্ড, আর ছাত্ররা এখানে অভিনয় করছে। ওই যে মেটিকুলাস প্ল্যানিংটা বাস্তবায়ন করতে এদেরকে সৃষ্টি করা হয়, এরা হলো নাটকের অভিনেতা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ