বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনগণ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘কেউ কেউ বিচ্ছিন্নভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে জনগণ মাঠে নেমে পড়েছে। তারা গণতন্ত্রের ভীত শক্তিশালী করা ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনমুখী হয়েছে।’

রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডের বশির ভিলা হলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি আরও বলেন, ‘গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের সরকার অপরিহার্য। হাসিনার বিচার ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত রাখতে হবে। নির্বাচিত সরকারের মাধ্যমেই সমাজ, মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক পরিবেশ সুসংহত হবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ