মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইসলামি দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে আগামী  নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হজরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোকে এক প্লাটফর্মে দেখতে চায়। দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে।  ইসলামী ও সমমনা দলসমূহ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বা সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যেই দেশব্যাপি প্রার্থী তালিকা তৈরি ও প্রার্থী যাচাই-বাছাই এর প্রক্রিয়া চলমান। 

মজলিসে আমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা হাজী ফারুক আহমদ, মহাসচিব  মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দীন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ্ব শাহজাহান মিয়া, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা তৌহিদুজ্জামান, এডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা গাজী ইউসুফ মাওলানা শেখ সাদী, মাওলানা আবুল হাসান কাসেমী, মৌলভী আব্দুর রকিব, মুফতী শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতি আব্দুল বারী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মোশাররফ হোসেন রায়পুরী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি কামরুল ইসলাম ও মুফতি আল আমিন প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ