শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি?

বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান জেলা উত্তর ও দক্ষিণ শাখা গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বান্দরবান জেলায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলাটিকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা, উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মো. আবুল কাশেমের সঞ্চালনায় মজলিসে শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। শূরা সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে কাজের সুবিধার্থে বান্দরবান জেলাকে উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলায় ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দিন, বান্দরবান জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা হেমায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ সালাহউদ্দিন, বান্দরবান দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাওলানা ডাঃ শফিকুর রহমান আজাদ প্রমুখ।

মজলিসে উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে—
উত্তর শাখায় হাফেজ মাওলানা আব্দুস সোবহানকে সভাপতি ও এইচ.এম. আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়।

দক্ষিণ শাখায় মাওলানা আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মাওলানা ডা. শফিকুর রহমান আজাদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ