শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা

‘নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা আশাবাদী আসন্ন জাতীয় নির্বাচন সরকার ঘোষিত সময় অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি গ্রহণযোগ্য, প্রতিনিধিত্বশীল ও নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার নবাবগঞ্জ বাগমারা হলিডে পার্টি সেন্টারে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা আহ্বায়ক মাওলানা আফযাল হোসাইন রাহমানীর সভাপতিত্বে ও সচিব মুফতি হায়াত মাহমুদ জাকিরের পরিচালনায় এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
আরো বক্তব্য রাখেন, মাওলানা জিয়াউল হক কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী প্রমুখ।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শতবর্ষী ঐতিহ্যবাহী রাজনৈতিক কাফেলা হিসেবে সব সময় ইসলামি মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনীতি জনগণের কল্যাণের মাধ্যম, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার মাধ্যম নয়।

নেতৃবৃন্দ আরো বলেন,বর্তমানে একটি সুবিধাবাদী ও সুযোগসন্ধানী মহল নির্বাচনী ঐক্যের নামে জমিয়তকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের স্পষ্টভাবে বলতে চাই, জমিয়তের অবস্থান সুদৃঢ়, স্বতন্ত্র ও নীতিনিষ্ঠ। জমিয়ত কারও হুমকি, ফাঁদ বা চাপে নীতিতে ছাড় দেবে না। 

নেতারা বলেন, আমরা ঐক্যের বিপক্ষে নই, তবে তা হতে হবে স্বচ্ছ, শ্রদ্ধাপূর্ণ ও নৈতিক ভিত্তিতে। জনগণের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় গঠিত ঐক্যই ফলপ্রসূ হতে পারে বলে আমরা বিশ্বাস করি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ