মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপির অঙ্গীকার : আবুল হোসেন আজাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ভোটাধিকারসহ মৌলিক অধিকার ফিরে পেয়েছিল। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। এজন্য একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। অতীতের ১৫ বছরের ইতিহাস ছিল গুম, খুন ও লুটপাটের, যেখানে ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। তবে জুলাই-আগস্টের গণআন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বে জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রধান কাজ হবে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এ লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতা–কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হলেও দলটি টিকে থেকেছে এবং গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছে। “চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ বলেন, বিএনপি জনগণের দল। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। কোনো নেতিবাচক কর্মকাণ্ড নয়, ইতিবাচক কাজের মাধ্যমেই মানুষের মন জয় করতে হবে—যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা সবাই আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ