শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি?

‘দুর্নীতি ও চাঁদাবাজি সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, জলাবদ্ধতা ও যানজটমুক্ত পরিচ্ছন্ন ও মানবিক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের এমপি প্রার্থীকে বিজয়ী করতে নাসিকের ওয়ার্ডভিত্তিক সমাবেশ ও গণসংযোগের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচাবাজার সংলগ্ন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

খেলাফত মজলিসের নাসিক-১নং ওয়ার্ড সভাপতি ফজলুল হক মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। 

এবিএম সিরাজুল মামুন বলেন- একটি গভীর সমস্যা নিয়ে কথা বলতে চাই। যে সমস্যা আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। আর তা হলো, দুর্নীতি ও চাঁদাবাজি।

তিনি বলেন, দুর্নীতি আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। এটি আমাদের অধিকার কেড়ে নেয়, ন্যায্য বিচার থেকে বঞ্চিত করে এবং সমাজে বৈষম্য তৈরি করে। অন্যদিকে, চাঁদাবাজি আমাদের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি। এটি আমাদের ব্যবসায়ীদের ভীত করে, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং আইনের শাসনকে ব্যাহত করে।আমরা আর এই অবস্থা চলতে দিতে পারি না। আমাদেরকে শপথ নিতে হবে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা চাঁদাবাজদের আর কোনো সুযোগ দেব না।

এবিএম সিরাজুল মামুন বলেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। যেখানেই দুর্নীতি দেখবেন, তার প্রতিবাদ করুন। যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন, আমাদের সম্মিলিত প্রতিরোধই এই অপশক্তিকে পরাজিত করার একমাত্র উপায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, মহানগর উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি মাওলানা মুমতাজ উদ্দিন, আব্দুল মজীদ, ডাঃ খোরশেদ আলম, ফতুল্লা থানার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ