বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে রাজনৈতিক টেনশন আছে: ব্যারিস্টার ফুয়াদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এনসিপি যদি চায়, ফেব্রুয়ারির নির্বাচনের সময় পিছিয়ে যেতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “রাজনীতিতে কিছু টেনশন আছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন পিছিয়ে যাবে বলে আশঙ্কা নেই। এবারের নির্বাচন ফেয়ার হবে। তবে বিএনপির অবস্থান এবং প্রার্থী সংকট একতরফা নির্বাচনের সম্ভাবনা বাড়াতে পারে।”

তিনি আরও বলেন, “বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের বিদ্রোহী প্রার্থী। জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার নিয়ে দলের ভেতরে সিরিয়াস ইস্যু আছে। এনসিপি স্পষ্ট করে বলেছে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। এছাড়া জামায়াত ও চরমোনাই-এর অবস্থানও গুরুত্বপূর্ণ।”

ফুয়াদ মনে করিয়ে দেন, “যদি পিআর নিয়ে বিরোধ এবং এনসিপির দাবির কারণে নির্বাচন একতরফা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে তা নিয়েও প্রশ্ন আছে। তবে সবকিছু সমাধানযোগ্য; নেতৃত্ব ও স্যাক্রিফাইস দেখাতে হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ