বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :

টাকা ছেপে নয়, দেশ গড়তে লাগবে বিনিয়োগ: আমীর খসরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে টেকসই করা সম্ভব নয়, ঋণনির্ভরতা ও টাকা ছাপানোর বদলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫-এর এক সেশনে তিনি বলেন, “পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুঁজিবাজার ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্ভব নয়।”

বিএনপির এই নেতা আরও বলেন, বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং, প্রযুক্তিগত সহায়তা ও বিশ্ববাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। “বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান।”

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ। তিনি জানান, কৃষি খাত নতুন বিনিয়োগের জন্য বড় সুযোগ তৈরি করেছে এবং তৈরি পোশাক শিল্প দ্রুত ১০০ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, “গণ-অভ্যুত্থানের পরও জিডিপিতে বড় প্রভাব পড়েনি, বরং মূল্যস্ফীতি কমেছে। পুঁজিবাজারও ঘুরে দাঁড়িয়েছে।” তিনি বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকলেও নতুন আইপিও না আসায় তারল্যে ঘাটতি রয়েছে। তিনি টেকসই উন্নয়ন ও ব্লুচিপ কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি ও নীতিনির্ধারকরা অংশ নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ