মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুরুল হক নুর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থনের পর অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, সেখান থেকে তারা ‘বড় ধাক্কা’ খেয়েছেন। তিনি বলেন, “যদি কেউ এখনও শেখ হাসিনার স্টাইলে দেশ চালাতে চায়, তা আর মেনে নেওয়া হবে না।”

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে অগ্নিসেনা স্যোশাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ।

নুর বলেন,
“যে সিস্টেমের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো একনায়কতান্ত্রিক প্রবণতা তৈরি হয়েছে, সেই রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি বলেন, “আমরা যদি ভেবে থাকি যে, প্রশাসনে কিংবা রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তাহলে আমরা ভুল করছি। আওয়ামী লীগ ছাড়া রাজনীতি হবে না—এমন ভাবনা মানা যায় না।”

সাংবাদিক হত্যাকাণ্ড প্রসঙ্গে নুর বলেন,
“একজন সাংবাদিককে কুপিয়ে মারা হলো, চারপাশে লোক ছিল, কেউ এগিয়ে এলো না। এসব ঘটনায় প্রতিক্রিয়া জানানো জরুরি, কিন্তু এটাকে রাজনৈতিক পুঁজি করাও ঠিক নয়।”

তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “প্রত্যাশার প্রতিফলন আমরা সেখানে দেখিনি। বরং কোনো কোনো দলের রাজনৈতিক বিবেচনায় গতানুগতিক কিছু বিষয় সেখানে রাখা হয়েছে। অথচ এই অভ্যুত্থানের পেছনে ছিল ১৬ বছরের নিপীড়ন, গুম, খুন, দমন-পীড়নের ইতিহাস।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ