রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু, মৃত্যুর মিছিল থামছে না ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত ককেশাস করিডর অনিশ্চিত আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ‘সকালের ক্লান্তি মানে শুধু ঘুম কম না, বরং শরীর কিছু বলার চেষ্টা করছে’ মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ, যোগ দিলেন জমিয়ত নেতা ড. শোয়াইব সুনামগঞ্জে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন 'শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম' গঠনে সুধী মতবিনিময় সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহলে হাদীস যুব সংঘের কমিটি গঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা আহবায়ক কমিটির গঠন বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর আত্মপ্রকাশ

মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশ অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জমিয়তের খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) বেলা ১২টায়  খুলনা মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিন কাসেমী এর সভাপতিত্বে সকলের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর জমিয়তের সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, জেলা সভাপতি মুফতী ইউসুফ আজাদী, জেলা সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান এবং অর্থ সম্পাদক মাওলানা সালমান। মাওলানা নাজমুল হাসান, গাজী শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সোহাগ, মাওলানা তবিবুর রহমান, মাওলানা উমর ফারুক, মোঃ হাফেজ হিজবুল্লাহ, জোবায়ের আহমাদ, শাকরান জামিল, আরিফুল ইসলাম, হুজাইফা, ইয়াকুব প্রমুখ নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করে আসছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দলটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

তবে তারা দুঃখ প্রকাশ করে বলেন, সরকার জাতীয় ঐক্যের কোনো আলাপ-আলোচনায় না গিয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে একটি ৩ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ঢাকায় অফিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে দলটির দাবি।

স্মারকলিপিতে তুলে ধরা দেশের জন্য ক্ষতিকর দিকগুলোর মধ্যে রয়েছে: 
১. এই চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।
২. জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের নামে সমকামিতা, ট্রান্সজেন্ডার সংস্কৃতি ও ধর্মবিরোধী মতপ্রকাশকে উৎসাহিত করবে।
৩. বাংলাদেশের বিচারব্যবস্থা ও জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।
৪. পার্বত্য অঞ্চলে আলাদা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের আশঙ্কা দেখা দেবে।
৫. দেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য মারাত্মকভাবে প্রভাবিত ও ধ্বংস হবে।

জমিয়তের নেতারা স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, জাতীয় স্বার্থ রক্ষায় এই চুক্তি অবিলম্বে বাতিল করা হোক এবং দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ সমুন্নত রাখা হোক।

স্মারকলিপি প্রদান শেষে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন কাসেমী ও মুফতি জাকির হোসাইন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ